আইপিএল নিলামের দিনক্ষণ চূড়ান্ত

Looks like you've blocked notifications!

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় ১৩তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। আইপিএলের ঐতিহ্য মেনে এত দিন নিলাম অনুষ্ঠিত হতো বেঙ্গালুরুতে। চিরাচরিত সেই প্রথা ভেঙে এবারই প্রথম কলকাতায় নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর পেছনে অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। কারণ, ২০২১ সালে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন দল গঠন করতে মেগা আসরের নিলামে বসবে। যার কারণে কলকাতাতেই ছোট করে নিলাম সারতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সর্বশেষ বৃহৎ নিলামটি ২০১৮ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল।

ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়, ‘আগামী বছর ফ্র্যাঞ্চাইজিগুলো ভেঙে ফেলার আগে ২০২০ সালের আইপিএল নিলামটি কলকাতাতেই হবে। এরপরেই একেবারে নতুনভাবে ২০২১ সালের আইপিএল স্কোয়াড গড়া হবে। ২০১৮ সালের জানুয়ারিতে, সর্বশেষ বড় নিলামটি অনুষ্ঠিত হয়েছিল যখন ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন স্কোয়াড তৈরির আগে পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি পায়।’

জানা যায়, নিলামের আগে খেলোয়াড় কেনাবেচার ট্রেডিং উইন্ডো খোলা থাকবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। দল গঠন করতে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৮৫ কোটি রুপি খরচ করতে পারবে। যদিও প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আগেরবারের নিলাম থেকে দলের ভারসাম্য ঠিক রাখতে অতিরিক্ত তিন কোটি টাকা খরচ করতে পারবে।