ফ্রান্স দলে ফিরলেন এমবাপ্পে, বাদ পগবা

Looks like you've blocked notifications!

২০২০ সালের ইউরো বাছাইয়ে আইসল্যান্ড আর তুরস্কের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। ম্যাচ দুটি সামনে রেখে দল ঘোষণা করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। চোট কাটিয়ে দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর সঙ্গে ফিরেছেন এনগোলো কন্তে। কিন্তু বাদ পড়েছেন চোটের কারণে ছন্দ হারোনো পল পগবা।

বেশ কিছুদিন ধরে ইনজুরি আর ফর্মহীনতায় ভুগছেন পগবা। এই মিডফিল্ডার মূলত পায়ের সমস্যায় ভুগছেন। এজেড আলকমারের বিপক্ষে ইংলিশ ক্লাবের ইউরোপা লিগের স্কোয়াডে নেই তিনি।

আগামী ১১ অক্টোবর আইসল্যান্ডের মাঠে হবে প্রথম ম্যাচ। পরের ম্যাচে ১৪ তারিখ ঘরের মাঠে তুরস্কের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। ইউরো বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে ছয় ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে ফ্রান্স ও তুরস্ক।

ফ্রান্স স্কোয়াড:

গোলরক্ষক : আলফোন্স আরিয়োলা, উগো লরি, স্তিভ মঁদঁদা।

ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, লিও দুবোইস, লুকাস এর্নান্দেস, প্রিসনেল কিম্পেম্বে, ক্লিমেন্ত লংলে, বেনজামিন পাভার্দ, রাফায়েল ভারান, কার্ত জুমা।

মিডফিল্ডার : এনগোলো কন্তে, ব্লাইস মাতুইদি, তঁগি এনদোম্বেলে, মুসা সিসোকো, করেতিঁ তোলিসো।

ফরোয়ার্ড : উইসাম বেন ইয়েদের, কিংসলে কোমান, অভিয়ের জিরু, আন্তোনিও গ্রিজম্যান, জোনাথান ইকোন, থোমাস লিমার, কাইলিয়ান এমবাপ্পে।