মিরাজের ঘূর্ণিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

Looks like you've blocked notifications!

দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনে সফরকারী বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ২২৩ রান করেছে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দল। আজ শুক্রবার হাম্বানটোটার এমআরআইসিএসে ৭৪ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে এই রান করে তারা।

টস জিতে প্রথমে ব্যাট করে ওপেনার সঙ্গীত কোরা দলীয় ৩২ রানের মাথায় ১৭ রানে করে আউট হন। তবে আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা দ্বিতীয় উইকেটে কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে ১২১ রানের দারুণ এক জুটি গড়েন।

নিসঙ্কা এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ ৮৫ এবং মেন্ডিস ৬২ রান সংগ্রহ করে আউটের পর অধিনায়ক অশান প্রিয়াঞ্জন ২৮ ও প্রিয়ামল পেরেরা ৪ রান করেন। চ্যারিথ আসালঙ্কা ও লাহিরু উদরা যথাক্রমে ১৭ ও ২ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশের হয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তিনটি এবং পেসার এবাদত হোসেন দুটি উইকেট নিয়ে প্রতিপক্ষকে কিছুটা চেপে ধরেন।

এর আগে মঙ্গলবার হাম্বানটোটার মাহিন্দ্রা রাজাপাকশে স্টেডিয়ামে দুদলের প্রথম তিন দিনের ম্যাচটি ড্র হয়।