ভারতের কাছে বাংলাদেশের মেয়েদের হার

Looks like you've blocked notifications!

বাংলাদেশের নারী ক্রিকেটে এখনো পুরোপুরিভাবে ‘এ’ দল গড়ে ওঠেনি। চলমান ‘এ’ দলের সিরিজে ঘোষিত স্কোয়াড ঘুরে ফিরে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই সাজানো হয়েছে। তবে এই ‘এ’ দলের মোড়কে অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েও ভারতের কাছে ব্যর্থ বাংলাদেশের মেয়েরা। ভারত ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই হেরেছে বাংলাদেশ নারী দল।

গতকাল শুক্রবার ঘরের মাঠে বাংলাদেশ ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। আগামীকাল রোববার সিরিজ বাঁচানোর লক্ষ্যে আবারো ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের আগেই ১০৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। সর্বোচ্চ ১৭ রান করে আসে নিগার সুলতানা ও ফাহিমা খাতুনের ব্যাট থেকে। তাঁরা ছাড়া দুই অঙ্কে গেছেন কেবল মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দুজনই করেন ১০ করে।

ভারতের সুশ্রী দিব্যদর্শিনী ও টিপি কানওয়ার নেন তিনটি করে উইকেট। তনুশ্রী সরকার নেন দুটি।

জবাবে ব্যাট করতে নেমে ৭৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারতের নারীরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন নুজহাত পারভীন। ৬ চারে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ২৯ রান করেন তনুশ্রী।

একদিনের ম্যাচের বাংলাদেশ মহিলা ‘এ’ দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন আক্তার, রিতু মণি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ (প্রথম ম্যাচ), নিগার সুলতানা (প্রথম ম্যাচ), ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিন, পুজা চক্রবর্তী, শোভানা মুশতারী, ফারজানা হক, মুমতা হেনা হাসনাত (শেষ দুই ম্যাচ) ও ফারিহা ইসলাম (শেষ দুই ম্যাচ)।

টি-টোয়েন্টির বাংলাদেশ মহিলা ‘এ’ দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, রিতু মণি, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিন, পুজা চক্রবর্তী, শোভানা মুশতারী, ফারজানা হক, মুমতা হেনা হাসনাত ও ফারিহা ইসলাম।