কঠিন লড়াইয়ের আগে দোয়া চাইলেন সাকিব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/06/photo-1570352813.jpg)
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন সাকিব আল হাসান। চলমান লিগে বার্বাডোজ ট্রাইডেন্টসের জার্সিতে খেলছেন তিনি। লিগ পর্বে দারুণ পারফরম্যান্সে দলকে প্লে-অফে নিয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আগামীকাল সোমবার প্রথম এলিমিনেটরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সাকিবের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এক ভিডিও বার্তায় ভক্তদের কাছে সমর্থন চেয়েছেন সাকিব।
বার্বাডোজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘আশা করি, সবাই আমাদের অনেক সাপোর্ট করবেন, আপনারা যাঁরা বাংলাদেশ থেকে আমাদের খেলা দেখছেন। সামনে ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি আশা করি, আপনারা আমাদের খুব সমর্থন করবেন। আশা করছি, আমরাও ভালো কিছু করতে পারব। ধন্যবাদ সবাইকে।’
সিপিএলে দুর্দান্ত সময় পার করছেন সাকিব। বার্বাডোজের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই অবদান রেখেছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। প্রথম ম্যাচে দল হারলেও বল হাতে চার ওভার বোলিং করে ১৪ রানে এক উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন ২৫ বলে ৩৮ রান।
পরের ম্যাচে ২১ বলে ২২ রানের পাশাপাশি চার ওভার বোলিং করে ২০ রানে নেন ১ উইকেট। আর শেষ ম্যাচে ত্রিনবাগোর বিপক্ষে ২৫ রানে ২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেন ১৪ বলে ১৩ রান। সাকিবের দল ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে।