পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কার প্রতিশোধ

Looks like you've blocked notifications!

ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে একটি পরিত্যক্ত হয়, বাকি দুটিতে জিতে শিরোপা জিতে নেয় স্বাগতিকরা। ওয়ানডেতে হারের প্রতিশোধ টি-টোয়েন্টিতে নিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল লঙ্কানরা।

গতকাল সোমবার লাহোরে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩৫ রানে হারায় শ্রীলঙ্কা। একই ভেন্যুতে আগামীকাল বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। ওই ম্যাচে লঙ্কানদের সামনে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি।

লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে সফরকারীরা। দলের পক্ষে মাত্র ৪৮ বলে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলেন ভানুকা রাজাপাকসে। ২৮ বলে ৩৪ রান করেন জয়সুরিয়া। বাকিরা তেমন ভালো করতে পারেননি। অধিনায়ক দাসুন শানাকা খেলেন ১৫ বলে ২৭ রানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভার থেকেই নড়বড়ে ব্যাটিং করে স্বাগতিকরা। চরম বিপর্যয়ে দলকে টেনেছেন ইমাদ ওয়াসিম। ব্যক্তিগত চেষ্টায় ২৯ বলে ৪৭ রান করেন তিনি। ১৬ বলে ২৬ রান করেন সরফরাজ আহমেদ। ২৯ রান আসে আসিফ আলির ব্যাট থেকে। বাকিরা সবাই ব্যর্থ। বাকি আট ব্যাটসম্যানের রান সংখ্যান যথাক্রমে ৩, ৬, ১৩, ০, ৭, ০, ৫, ১।