‘বাংলাদেশের সেরা ম্যাচ এটি’

Looks like you've blocked notifications!

কাতারের বিপক্ষে পুরো ম্যাচে লড়াই করেছে বাংলাদেশ। তাতে সুযোগও এসেছে বেশ কয়েকবার। কিন্তু আক্রমণে গিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়েছেন জামাল ভূঁইয়ারা। তাতে ম্যাচটিতে কাতারের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে বাছাইয়ে টানা দুই ম্যাচ হারল লাল-সবুজের দল।

ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের কাছে হারলেও পুরো ম্যাচে দুর্দান্ত ছিল বাংলাদেশ। তাই হারলেও এই ম্যাচ নিয়ে হতাশ নন বাংলাদেশ কোচ জেমি ডে। পারফরম্যান্সের বিচারে এই ম্যাচটিকে বাংলাদেশের সেরা ম্যাচ বলছেন ইংলিশ এই কোচ।

গতকাল বৃহস্পতিবার রাতে ২০২২ ফিফা বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ে কাতারের বিপক্ষে আক্ষেপের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ শেষে বেশ ফুরফুরে মেজাজেই সংবাদমাধ্যমে হাজির হন জেমি ডে। কারণ, এই ম্যাচ নিয়ে আক্ষেপের চেয়ে শিষ্যদের নিয়ে গর্ব হচ্ছে স্বাগতিক কোচের।

সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ এ পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছে, ম্যাচের ফল বাদ দিয়ে পারফরম্যান্সের পাল্লায় মাপলে তার মধ্যে এটাই সেরা ম্যাচ। যে সুযোগগুলো পেয়েছি, তা কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্নরকম হতে পারত।’

কোচ আরো বলেন, ‘আমি ছেলেদের নিয়ে খুব গর্বিত। আমি মনে করি, দ্বিতীয়ার্ধে আরো ভালো সুযোগ পেয়েছিলাম এবং কাতারকে সমস্যায় ফেলতে পারতাম। শেষ দিকে গোল খাওয়াটা হতাশার, কিন্তু আমি ছেলেদের প্রশংসা না করে পারছি না।’

ম্যাচটি নিয়ে হতাশায় পুড়ছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। কারণ অধিনায়ক নিজেই বেশ কয়েকটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। যার কারণে সংবাদমাধ্যমে হতাশা লুকিয়ে রাখতে পারেননি স্বাগতিক অধিনায়ক, ‘আমি খুব হতাশ। আমরা বেশ কয়েকবার সুযোগ পেয়েছিলাম। আমি নিজে মিস করেছি। বলে ঠিকঠাক পা লাগাতে পারিনি। এর আগে বল লাফিয়ে উঠেছিল। অন্যরাও মিস করেছে। গোল পাইনি। তবে শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছি।’