বিপিএল খেলতে আগ্রহী ৪০০ বিদেশি ক্রিকেটার

Looks like you've blocked notifications!

নতুন নিয়মে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর, এটা পুরোনো খবর। সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর সম্ভাব্য সূচি ৬ ডিসেম্বর। হাতে বাকি মাত্র এক মাস। সেপ্টেম্বরেই টুর্নামেন্টটির সবকিছু চূড়ান্ত হওয়ার কথা ছিল। ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি মাসের মাঝামাঝি। কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি।

এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে আসন্ন বিপিএল নিয়ে আগ্রহী পৃষ্ঠপোষকদের সঙ্গে আলোচনায় বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবি কার্যালয়ে বিকেলে সভা শেষে আয়োজকদের হয়ে সংবাদমাধ্যমে কথা বলেন মাহবুব আনাম।  তিনি জানান, প্রায় ৪০০ বিদেশি খেলোয়াড় আসন্ন বিপিএলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

মাহবুব আনাম বলেন, ‘ড্রাফটে আমরা বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করছি। এরই মধ্যে চারশর কাছাকাছি বিদেশি খেলোয়াড় আসন্ন বিপিএল ড্রাফটের জন্য আগ্রহ প্রকাশ করেছে।’

এ ছাড়া সপ্তম বিপিএলে কিছু নিয়মনীতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  যেমন প্রতিটি দলে স্থানীয় একজন লেগস্পিনার বাধ্যতামূলকভাবে খেলাতে হবে। তাঁকে দিয়ে করাতে হবে পুরো চার ওভার। এ ছাড়া বিপিএলে গতিময় বিদেশি পেসার খেলাতে হবে। যাঁদের গতি হতে হবে ১৪০-এর ওপরে।

এ প্রসঙ্গে বিসিবির পরিচালক বলেন, ‘যে বিদেশি পেস বোলাররা অন্তত ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারে, তাদের যেন দলে অন্তর্ভুক্ত করা হয়। যেহেতু আমরা বিসিবির টাকা ক্রিকেটের উন্নয়নে ব্যয় করতে চাই, এ কারণে এসব বাধ্যবাধকতা থাকবে।’

মাহবুব আনাম আরো বলেন, ‘আপনারা জানেন, আমরা লেগস্পিনার খুঁজছি। প্রতিটি দলকে বলে দেওয়া হবে, তারা যেন লেগস্পিনার অবশ্যই খেলায়। কিছু কিছু জায়গায় আমরা বাধ্যবাধকতা আনব। প্রতিটি দলে একজন লেগস্পিনার খেলাতেই হবে এবং তাকে চার ওভার বল করানো আবশ্যক করে দেব।’