ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট
একদিনের সফরে ঢাকায় আসছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে বাংলাদেশ আসছেন তিনি। এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
সফরে একদিন বাংলাদেশে থাকবেন ইনফান্তিনো। আগামী বুধবার এসে বৃহস্পতিবারই ঢাকা ত্যাগ করবেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট। এ বিষয়ে আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাতে তিনি সাড়া দিয়েছেন। আগামী ১৬ অক্টোবর সন্ধ্যায় তিনি একদিনের সফরে বাংলাদেশে আসবেন। ১৭ অক্টোবর সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়বেন।’
অবশ্য ঠিক কোন কর্মসূচি সামনে রেখে ইনফান্তিনো বাংলাদেশে আসছেন, সে ব্যাপারে কিছু জানায়নি বাফুফে। সাধারণ সম্পাদকের কথায়, ‘আমরা আপাতত ফিফা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত হয়েছি। আগামীকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।’
বাংলাদেশে সফরে আসার আগে ফিফা প্রেসিডেন্ট যাবেন মঙ্গোলিয়ায়। বাংলাদেশ সফরের পর তাঁর চীনে দুদিনের সফরে যাওয়ার কথা। এর আগে বাংলাদেশ সফর করেছিলেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার।