আফগান ফুটবল কর্মকর্তাকে নিষিদ্ধ করল ফিফা

Looks like you've blocked notifications!
গত জুনে আফগান ফুটবল ফেডারেশনের সভাপতি কেরামুদ্দিন করিমকে যৌন নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ করেছিল ফিফা। ছবি : সংগৃহীত

নারী খেলোয়াড়দের যৌন নির্যাতনের অভিযোগের প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আফগানিস্তান ফুটবল দলের এক কর্মকর্তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ার একমাস পরেই সায়েদ আগাজাদাকে প্রত্যাহার করা হচ্ছে।

ফিফা জানিয়েছে, আগাজাদা এ যৌন নির্যাতনের ব্যাপারে জানতেন এবং এ ব্যাপারে তাঁর দায়িত্ব ছিল প্রতিবেদন জমা দেওয়া ও নির্যাতন প্রতিরোধ করা।

আফগানিস্তানের জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা কয়েক বছর ধরে ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানি ও তা ধামাচাপা দেয়ার অভিযোগ করে আসছেন।

এর আগে ফিফা, গত জুনে আফগান ফুটবল ফেডারেশনের সভাপতি কেরামুদ্দিন করিমকে যৌন নির্যাতনের অভিযোগে আজীবনের জন্য নিষিদ্ধ করে।

করিমের বিরুদ্ধে তিন নারী ফুটবলার যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। একজন নারী ফুটবলার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, করিমের অফিসের মধ্যে গোপন শয়নকক্ষে যৌন নিগ্রহের শিকার হয়েছেন তিনি। আরেকজনের অভিযোগ, করিম তাঁর ঘাড় ও ঠোঁটে চুমু দিতে গিয়ে ব্যর্থ হয়ে তাঁকে সমকামী আখ্যা দিয়েছেন! আরেকজনের অভিযোগ, করিম তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর সঙ্গে অনৈতিক কাজ করতে চেয়েছেন।

অভিযুক্ত করিম সে সময় আফগান ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন। পাশাপাশি দেশটির একজন রাজনীতিকও। আফগানিস্তানের পাঞ্জশির এলাকার গভর্নর ছিলেন তিনি।