দারুণ জয়ে নিউজিল্যান্ড সফর শেষ হলো বাংলাদেশের

সিরিজের পঞ্চম ম্যাচেও ব্যাট হাতে আলো ছড়ালেন তানজিদ হাসান। তুলে নিলেন টানা চতুর্থ হাফ-সেঞ্চুরি। আর বল হাতে চমক দেখালেন শরিফুল ইসলাম। ৪৩ রানের বিনিময়ে নিলেন পাঁচটি উইকেট। ফলে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
যুব ওয়ানডেতে সিরিজের শেষ ম্যাচে আজ রোববার নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে সফরকারী বাংলাদেশ।
লিঙ্কনের বার্ট সাটক্লিফে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ। দুজন মিলে গড়েন ১২০ রানের জুটি। ১৬তম ওভারে তানজিদকে ফিরিয়ে এই জুটি ভাঙে স্বাগতিকরা। ফেরার আগে ১১ চার ও দুই ছক্কায় ৫৯ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ওপেনার।
ব্যাট হাতে রানের দেখা পান পারভেজ হোসেন, শাহাদাত হোসেন ও অভিষেক দাস। ৮ চারে ৫৫ বলে ৪৮ রান করেন পারভেজ। সমান ৪৮ রান করেন শাহাদাত। অভিষেকের ব্যাট থেকেও আসে ৪৮ রান। ব্যাটসম্যানদের দৃঢ়তায় নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৪ বলে ২৪৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দলের হয়ে ৫৬ রান করেন ফার্গুস লেম্যান। ৪৭ রান করেন জক ম্যাকেঞ্জি।
বল হাতে দারুণ করেন শরিফুল। ৪৩ রানের বিপরীতে পাঁচ উইকেট নেন এই বোলার। ৫৫ রান দিয়ে দুটি উইকেট নেন রাকিবুল হাসান।