ভারতকে এক ইঞ্চিও ছাড় দেবে না বাংলাদেশ

Looks like you've blocked notifications!

কলকাতায় গিয়েই নাকি হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। আগামী মঙ্গবারের ম্যাচে এক ইঞ্চিও ছাড় দেবে না স্বাগতিক ভারতকে। গতকাল শনিবার কলকাতায় প্রথম অনুশীলনে নেমেই এমন আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

আশাবাদের কথা শুনিয়েছেন আরেক ফুটবলার মামুনুল ইসলামও। আসন্ন ম্যাচে বাংলাদেশ ভালো কিছু করতে পারে বলে মনে করেন তিনি। তাঁর বিশ্বাস এই ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে  মামুনুল বলেন, ‘আশা করি এই ম্যাচে দারুণ লড়াই হবে। চাপের মুখে যাঁরা পারফর্ম করতে পারবে, তাঁরাই জয়ী হবে ম্যাচে। তবে মোটেও একপেশে হবে না ম্যাচ।’

এই কদিন আগে ঢাকায় কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ব্যর্থতার কথা ভুলে নতুন করে শুরু করার বার্তা দিচ্ছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার, ‘শেষ ম্যাচে কী হয়েছিল, তা ভুলে ভারতের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ নিয়ে নামতে হবে আমাদের।’

আর নিজেদের দল সম্পর্কে মামুনুল বলেন, ‘দলে একে অন্যকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছি আমরা। ৬০ হাজারেরও বেশি দর্শকের সামনে আমরা সেদিন ম্যাচ খেলব, তা আমাদের আত্মবিশ্বাস জোগাবে। আমাদের বিশ্বাস, বিশাল দর্শকদের সামনে আমরা নিজেদের সেরা ফুটবলই উপহার দেব।’

দলের অন্য খেলোয়াড়দের ওপর আস্থা রেখে সাবেক অধিনায়ক বলেন, ‘দলের মধ্যে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, এমন ফুটবলারের সংখ্যা হাতেগোনা। সোহেল রানা, জামাল ভুঁইয়াদের মতো ফুটবলারদের অনেক ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে বাকিরা চার-পাঁচটি ম্যাচের বেশি খেলেননি। তাই আমাদের অভিজ্ঞতা দিয়ে বাকিদের সাহায্য করার চেষ্টা করে চলেছি।’

আর নিজের ভূমিকা সম্পর্কে মামুনুল বলেন, ‘দলের  একজন সিনিয়র ফুটবলার হিসেবে ভারত ম্যাচে দলকে কীভাবে সাহায্য করব, তরুণদের সঙ্গে কী কৌশলে খেলব, টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই বিষয়ে বসে আলোচনা করব।’