নাইজেরিয়ার বিপক্ষেও জয়হীন ব্রাজিল

কোপা আমেরিকার পর ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না ব্রাজিল। সেপ্টেম্বরে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর হেরে যায় পেরুর কাছে ১-০ গোলে। গত সপ্তাহে সেনেগালের বিপক্ষে হোঁচট খাওয়ার পর গতকাল রোববার নাইজেরিয়ার বিপক্ষেও জয়হীন তিতের শিষ্যরা।
সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে গতকাল প্রীতি ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। প্রথমার্ধে জো আরিবোর গোলে পিছিয়ে যাওয়ায় হারের শঙ্কায় পড়ে যায় দলটি। এরপর কাসেমিরোর একমাত্র গোলে কোনোমতে হার এড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই নিয়ে টানা চার ম্যাচে জয়হীন ব্রাজিল।
গতকাল ম্যাচের শুরুতেই দারুণ সুযোগ আসে ব্রাজিলের। কিন্তু প্রতিপক্ষের জালে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন রবার্তো ফিরমিনো। ম্যাচের ৩৫তম মিনিটে ব্রাজিল শিবিরকে স্তব্ধ করে এগিয়ে যায় নাইজেরিয়া। সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন মিডফিল্ডার জো আরিবো।
পিছিয়ে পড়া ব্রাজিল বিরতির পর সমতায় ফেরে। ৪৮তম মিনিটে মার্কিনিয়োসের জোরালো হেড ক্রসবারে বাধা পাওয়ার পর ফিরতি বল পেয়ে জালে পাঠান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো।
শেষের দিকে আরো কয়েকটি সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ফলে নাইজেরিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের।