গিনদোয়ানের জোড়া গোলে জার্মানির দুর্দান্ত জয়

জোড়া গোল করলেন ইলকাই গিনদোয়ান। সঙ্গে জালের দেখা পেয়েছেন সতীর্থ টিমো ওয়ার্নার। তাতে ইউরো বাছাইয়ে এস্তোনিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে জার্মানি।
গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ইউরো বাছাইয়ের ‘সি’ গ্রুপের ম্যাচটিতে এস্তোনিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে জার্মানি।
এদিন ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল জার্মানি। ১৪তম মিনিটে ডি-বক্সের বাইরে বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে বসেন এমরে কান।
এই জুভেন্টাস তারকাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাতে ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় জার্মানি।
শুরুর অস্থিরতা কাটিয়ে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় জোয়াকিম লোর দল। যদিও গোলের দেখা পেতে বেশ সময় লেগেছে দলটির।
বিরতির পর প্রথম গোলের দেখা পায় জার্মানি। ৫১তম মিনিটে জার্মানির হয়ে প্রথম গোল করেন গিনদোয়ান। ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ছয় মিনিট পর আবারও তাঁর পা থেকে গোল। মার্কো রয়েসের ব্যাকহিলে বল পেয়ে দারুণ শটে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করে নেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।
আর শেষের দিকে ৭১তম মিনিটে তৃতীয় গোলটি পেয়ে বড় নিশ্চিত করে জার্মানি। দলের পক্ষে গোলটি করেন ওয়ার্নার। ডি-বক্সে উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন লিপজিগের এই ফরোয়ার্ড।
এখন পর্যন্ত ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জার্মানি। সমান ১৫ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে আছে নেদারল্যান্ডস।