রোনালদোর গোলেও রক্ষা হলো না পর্তুগালের

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইউক্রেন। পরক্ষণে আবার গোল। দুই গোলে এগিয়ে যখন জয়ের পথে দলটি, তখন গোল করে পর্তুগালের আশা জাগান ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু শেষ পর্যন্ত দলকে রক্ষা করতে পারেননি। উজ্জীবিত ইউক্রেনের বিপক্ষে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইউরো চ্যাম্পিয়নদের।
গতকাল সোমবার ইউরোর বাছাইয়ে ইউক্রেনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে পর্তুগাল। এই জয়ের মাধ্যমে ‘বি’ গ্রুপ থেকে শীর্ষস্থান নিয়ে সবার আগে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত করেছে ইউক্রেন।
অবশ্য দলের হারের দিনও গোল করে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। ইউক্রেনের বিপক্ষে গোল করে ক্যারিয়ারের ৭০০তম গোল করার মাইলফলক ছুঁলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ইউক্রেন। প্রতিপক্ষের ডি-বক্সে গোলমুখে বল পেয়ে দলকে এগিয়ে নেন রোমান ইয়রেমচুক। ২৭ মিনিটে আবারও পর্তুগাল শিবিরে ধাক্কা। পর্তুগিজদের স্তব্ধ করে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ইউক্রেন। বাঁ দিক থেকে মাইলেঙ্কোর দারুণ ক্রস ডি-বক্সে আলতো ছোঁয়ায় ঠিকানায় পাঠান ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ফরোয়ার্ড আন্দ্রি ইয়ারমোলেঙ্কো।
৭২তম মিনিটে রোনালদোর গোলে লড়াইয়ে ফেরে পর্তুগাল। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শেষের দিকে আর জালের দেখা না পেলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোদের।
সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আছে ইউক্রেন। এক ম্যাচ কম খেলা পর্তুগাল ১১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে সার্বিয়া।