ফের ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স

Looks like you've blocked notifications!

আবারও ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল সিমন্স। ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আগামী চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। একই সঙ্গে পুরুষ, মহিলা এবং যুব পুরুষ দলের জন্য তিন সদস্যের নির্বাচক প্যানেলের নাম ঘোষণা করেছে ক্যারিবীয় বোর্ড।

ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট এক বিবৃতিতে বলেছেন, ‘কোচের পদে ফিল সিমন্সকে ফিরিয়ে আনা হয়েছে অতীত কোনো ভুলকে ঠিক করার জন্য নয়। তবে আমি মনে করি, বোর্ড সঠিক সময়ে সঠিক ব্যক্তিকেই বাছাই করেছে।’

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিতর্কিতভাবে ক্যারিবীয় বোর্ড থেকে বরখাস্ত হন সিমন্স। এরপর তিনি দায়িত্ব নেন আফগান ক্রিকেটের। তাঁর অধীনে ইংল্যান্ড বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান। এ ছাড়া সদ্য সমাপ্ত সিপিএলে তাঁর কোচিংয়ে শিরোপা জেতে বার্বাডোজ ট্রাইডেন্টস।

অন্যদিকে নির্বাচক প্যানেলে পুরুষদের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন রজার হারপার। অন্যদিকে নারী দলের প্রধান নির্বাচক হয়েছেন অ্যান ব্রাউন-জন। আর যুবাদের নির্বাচক প্যানেলে আছেন হেইন্স।