আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ

Looks like you've blocked notifications!

ঘরের মাঠে কাতারের বিপক্ষে হেরে গেলেও দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বে সেই আত্মবিশ্বাস নিয়ে ভারতের মোকাবিলায় নামে লাল-সবুজের দল।

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। কাতারের বিপক্ষে গোলশূন্য ড্র করা ভারত তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। একাদশে জায়গা পেয়েছেন আশিক কুরুনিয়ান, সুনীল ছেত্রী ও আনাস এদাথোদিকা। আর বাদ পড়েছেন নিখিল পুজারি, রাওলিন ব্রোগেস ও সন্দেশ ঝিংগান।  

এদিকে মুখোমুখি লড়াইয়ে ভারতের বিপক্ষে বেশ পিছিয়ে বাংলাদেশ। ২৫টি ম্যাচের ১২টিতেই হেরেছে তারা। জয় মাত্র ৩টিতে। বাকি ম্যাচগুলো ড্র হয়েছে। চলতি বাছাই পর্বে এখনো জয় পায়নি লাল-সবুজের দল। দুটি ম্যাচেই হেরেছে তারা।

যুব ভারতী ক্রীড়াঙ্গনে শেষ ১৯৮৫ সালে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেটাও ছিল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। ওই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে সবশেষ জয়ের স্বাদ বাংলাদেশ পেয়েছিল ২০০৩ সালে, সাফ চ্যাম্পিয়নশিপে। এরপর ১৬ বছর পেরিয়ে গেলেও প্রতিবেশীদের হারাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এই সময়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে ভারত বর্তমানে রয়েছে ১০৪তম স্থানে, বাংলাদেশের অবস্থান ১৮৭তম।

বাংলাদেশ একাদশ : আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ, নাবীব নেওয়াজ জীবন, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, রিয়াদুল হাসান, রায়হান হাসান ও সাদউদ্দিন।