নাটকীয় ড্রয়ে ইউরোর মূল পর্বে স্পেন
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল স্পেন। মোটামুটি হারের শঙ্কায় পড়ে যায় দলটি। কিন্তু শেষ মুহূর্তে যোগ করা সময়ে গোল করে দলকে বাঁচিয়ে দেন রদ্রিগো। আলকান্তারার বদলি হিসেবে নামা রদ্রিগোর গোলে সুইডেনের বিপক্ষে হার এড়ায় স্পেন। এই নাটকীয় ড্রয়ের মাধ্যমে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত করেছে সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।
গতকাল মঙ্গলবার স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছে স্পেন-সুইডেন। সুইডেনের হয়ে গোল করেন মার্কাস আর স্পেনের হয়ে সমতাসূচক গোলটি করেন রদ্রিগো।
এদিন ম্যাচের শুরু থেকে দুর্দান্ত ছিল স্পেন। ম্যাচের ৭৫ ভাগ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। কিন্তু আক্রমণে গিয়ে একবারও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
উল্টো দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোল খেয়ে বসে স্পেন। মার্কাসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সুইডেন। এরপর নির্ধারিত সময়ে বারবার চেষ্টা করেও জালের দেখা পায়নি স্পেন। শেষের দিকে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রদ্রিগোর গোলে কোনোমতে ম্যাচ বাঁচায় সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।
‘এফ’ গ্রুপের ম্যাচে আট জয়ে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে স্পেন। সমান ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সুইডেন। তিনে থাকা রোমানিয়ার পয়েন্ট ১৪। আর ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নরওয়ে।
অন্যদিকে ‘জে’ গ্রুপের ম্যাচে লিখটেনস্টাইনের মাঠে গতকাল ৫-০ গোলে জিতেছে ইতালি। এরই মধ্যে গ্রুপটি থেকে সবার আগে মূল পর্ব নিশ্চিত করেছে ইতালি। আট ম্যাচের সবকটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে দলটি।
দিনের আরেক ম্যাচে আর্মেনিয়াকে ৩-০ গোলে হারায় ফিনল্যান্ড। ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। আর্মেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার পয়েন্ট সমান ১০ করে।