আমরা চাই অনেক খেলা, প্রতিযোগিতা হোক : ফিফাপ্রধান

Looks like you've blocked notifications!
রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ নিয়ে আমাদের পরিকল্পনা আছে। বাফুফের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। আমরা চাই অনেক খেলা, অনেক প্রতিযোগিতা হোক।’

আজ বৃহস্পতিবার রাজধানীর সোনার গাঁ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জিয়ান্নি ইনফান্তিনো।

গতকাল বুধবার দিবাগত রাত ১টা নাগাদ ঢাকায় পা রাখার কথা ছিল ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। কিন্তু মঙ্গোলিয়ার বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশে পৌঁছাতে প্রায় বৃহস্পতিবার সকাল হয়। তবে দীর্ঘ ভ্রমণযাত্রার পরও ঢাকায় পা রেখে উচ্ছ্বসিত বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান। ১৫ ঘণ্টার ওই সফরে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ফিফা সভাপতি। এরপর বিকেলের দিকে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, ‘ফিফাটা অনেকটাই ইউরোপকেন্দ্রিক। কিন্তু এরকম করার কোনো কারণই নেই। আমি এশিয়ার কয়েকটি দেশে যাচ্ছি। আমি ফুটবলের উন্নয়ন চাই। ফুটবলকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। নতুন উদ্ভাবন, প্রতিযোগিতা নিয়ে কাজ করব। বিশ্বকাপে ১৬টি দল বাড়ছে। নারীদের ফুটবলেও জোর দেওয়া হচ্ছে।’

ফিফার সভাপতি বলেন, ‘ফিফা ফুটবল কিন্তু খুব কঠিন খেলা নয়। বিশ্বজুড়ে ছেলে এবং মেয়েরা ফুটবল খেলছে। আমি জানতে পেরেছি আপনাদের মেয়েরা চমৎকার ফুটবল খেলছে। এখানে উপস্থিত সবাইকে আমি অনুরোধ করব আপনারা মেয়েদের নিয়ে কাজ করুন। প্রয়োজনে বিনিয়োগ করুন। সফলতা নিশ্চিত এবং সেটি দ্রুত আসবে। কারণ ছেলেদের তুলনায় মেয়েদের ফুটবল খুব বেশি এগিয়ে যায়নি। এখানে ভালো করা তুলনামূলক সহজ।’

ফিফাপ্রধান বলেন, ‘নতুন প্রতিযোগিতা করার জন্য কাজ করব বয়স ও মেয়েদের ক্ষেত্রে। বর্তমানে এশিয়া থেকে ৪টি দল মূল পর্বে খেলার সুযোগ পায়। ৪৮ দেশের বিশ্বকাপ হলে এই অঞ্চল থেকে ৮টি দল অংশ নিতে পারবে। অর্থাৎ আগের থেকে দ্বিগুণ দল খেলতে পারবে বিশ্বকাপ।’