যুবরাজের শুভেচ্ছার জবাবে যা বললেন সৌরভ!

Looks like you've blocked notifications!

ভারতীয় ক্রিকেট বোর্ডে সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেবেন ২৩ অক্টোবর। বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলির নাম নিশ্চিত হয়ে যাওয়ার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। এর জবাব দিতে ভুলছেন না সাবেক ভারতীয় অধিনায়ক।

এই তালিকায় যোগ হলেন সাবেক তারকা ব্যাটসম্যান যুবরাজ সিং। এক সময় সৌরভের ছত্রছায়ায় বেড়ে উঠেছেন তিনি। তাঁকে শুভেচ্ছার জবাব একটু অন্যভাবে দিয়েছেন।

সম্প্রতি টুইটারে যুবরাজ সিং লেখেন, ‘সবচেয়ে বড় মানুষের বড় যাত্রা! ভারতের অধিনায়ক থেকে বিসিসিআইয়ের সভাপতি। আমার মনে হয় খুব ভালো একজন ক্রিকেটারের ক্রিকেট প্রশাসনে আসা এবং খেলোয়াড়দের মতো করে প্রশাসন চালানো। সে সময় যদি তুমি থাকতে দাদা।’

জবাব দিয়ে সৌরভ লেখেন, ‘দেশকে একাধিক বিশ্বকাপ জিতিয়েছো তুমি আর এখন এই খেলার জন্য আরো ভালো কিছু করার সময় এসেছে। ধন্যবাদ তোমাকে, তুমি আমার সুপারস্টার।’

এদিকে এই পুরো নির্বাচনে বড় ভূমিকা রেখেছিলেন অনুরাগ ঠাকুর। বিসিসিআইয়ের সাবেক সভাপতি ছিলেন অনুরাগ।

সৌরভ এখন ভারতের ক্রিকেটের জন্য কোমর বেঁধে নামতে চলেছেন। দায়িত্ব নেওয়ার আগেই তিনি তাঁর রোডম্যাপ তৈরি করে ফেলেছেন ভারতীয় ক্রিকেটকে স্বাভাবিক ছন্দে ফেরাতে।

সৌরভ সাংবাদিকদের বলেন, ‘আশা করছি আগামী কয়েক মাসে আমরা সব কিছু সঠিক জায়গায় নিয়ে আসতে পারব।’