মেসির গোলে জয়ের ছন্দ ধরে রেখেছে বার্সা

Looks like you've blocked notifications!

অধিনায়ক লিওনেল মেসির গোলে শুরুটা দারুণ করলেও ব্যবধান ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ঘুরে দাঁড়িয়ে বিরতির পর সমতা টানে প্রতিপক্ষ স্লাভিয়া প্রাহা। তবে শেষ পর্যন্ত নিজেদের জালে আত্মঘাতী গোল করে কাতালান ক্লাবটির কাছে হেরে যায় চেক রিপাবলিকের দলটি।

গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচে স্লাভিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।

প্রতিপক্ষের ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা মেসি দলকে এগিয়ে নেন। সতীর্থের বাড়ানো বল ধরে স্বাগতিক ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা।

চলতি লিগে এটাই মেসির প্রথম গোল। যার মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ আসরে গোল করার মাইলফলক স্পর্শ করলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। সেইসঙ্গে রেকর্ড ৩৩টি দলের বিপক্ষে গোল করার কীর্তি এখন বার্সা অধিনায়কের।

মেসির গোলে এগিয়ে গেলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫০ মিনিটের দিকে সমতায় ফেরে স্বাগতিকরা। ডি-বক্সে জেরার্ড পিকে ও জর্ডি আলবার মধ্য দিয়ে ডান পায়ের শটে গোলটি করেন চেক স্বাগতিক ফরোয়ার্ড ইয়ান বোরিল।

এরপর ৫৭ মিনিটে মেসির ফ্রি কিকে ডান দিকের বাইলাইনের কাছ থেকে সুয়ারেজ শট নিলে সেটি ওলাইয়াঙ্কার বুকে লেগে গোল খেয়ে বসে স্লাভিয়া। যার কারণে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

লিগে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইন্টার মিলান। দুই দলের পয়েন্ট সমান ৪ করে। দ্বিতীয় স্থানে আছে জার্মানির ক্লাব ডর্টমুন্ড। স্লাভিয়ার পয়েন্ট ১।