স্থানীয় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর প্রশ্নে নীরব সাকিব
কয়েক দিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি ও ক্রিকেট-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করেছেন ক্রিকেটাররা। দফায় দফায় সংবাদ সম্মেলন শেষে গতকাল বুধবার নিজেদের ১৩টি দাবির চূড়ান্ত তালিকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠান তাঁরা। নিজেদের দাবির তালিকা পাঠানোর পর বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন সাকিব-তামিমরা।
শেষ পর্যন্ত দুই পক্ষের আলোচনা ফলপ্রসূ হয়েছে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার আলোচনা শেষে ক্রিকেটারদের প্রায় নয়টি দাবি মেনে নিয়েছে বিসিবি। দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন সাকিব আল হাসান। আগামী শনিবার থেকে মাঠে ফিরছেন বলেও জানিয়েছেন সাকিব।
তবে ১৩ দাবির মধ্যে একটি ছিল জাতীয় লিগে স্থানীয় খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানো নিয়ে। দাবিতে স্থানীয় ক্রিকেটারদের ম্যাচ ফি এক লাখ টাকা করে চাওয়া হয়। কিন্তু সেই ৪ নম্বর দাবি নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। এ প্রসঙ্গে জানতে চাইলে সংবাদমাধ্যমকে এড়িয়ে যান সাকিব।
বিসিবির সঙ্গে আলোচনার পর সাকিবকে প্রশ্ন করা হয়, জাতীয় লিগের ম্যাচ ফি এক লাখ করার দাবি ছিল। সেটা এখন কত টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে? উত্তরে এড়িয়ে তিনি বলেন, ‘আসলে বলেছিলাম প্রশ্ন করলেই উত্তর দেওয়া মুশকিল।’ পরক্ষণে উঠে যান তিনি।
সংবাদ সম্মেলন শেষে ক্রিকেটের দুর্যোগের অবসান হলো ঠিকই, কিন্তু স্থানীয় ক্রিকেটারদের প্রাপ্তি কতটা হলো, সেটা অন্ধকারেই থেকে গেল।
তবে আপাতত বিসিবির আলোচনায় খুশি ক্রিকেটাররা। সাকিবের ভাষায়, ‘বিসিবি সভাপতি আশ্বাস দিয়েছেন, ক্রিকেটারদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তাই আমরা দ্রুতই মাঠে ফিরছি। এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে, আমরা খুশি।’