সাকিবের বিষণ্ণতা ছুঁয়েছে সাবেক অধিনায়কদেরও
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/30/photo-1572413694.jpg)
গতকাল মঙ্গলবার দিনভর ক্রিকেটপাড়ায় ছিল রুদ্ধশ্বাস পরিস্থিতি। সন্ধ্যার পর বাংলাদেশের ক্রিকেটকে বড় দুঃসংবাদটি দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে ভুল স্বীকার করায় সাজা কমেছে এক বছর।
সাকিবের নিষেধাজ্ঞায় স্তব্ধ পুরো বাংলাদেশ। খবর পাওয়ার পর কান্নায় ভেসেছেন ভক্তরা। বিষণ্ণতা ছুঁয়ে গেছে সাবেক তারকা হাবিবুল বাশার, আকরাম খান ও মিনহাজুল আবেদীন নান্নুকেও। গতকাল দল ঘোষণার পর নিজেদের বিষণ্ণতা লুকিয়ে রাখতে পারেননি বাংলাদেশের এই সাবেক তিন অধিনায়ক। তবে তিনজনেরই বিশ্বাস, সাকিব ফিরে আসবেন, আরো দারুণভাবে ফিরে আসবেন।
বর্তমানে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে আছেন মিনহাজুল আবেদীন নান্নু। সেরা পারফর্মারকে ছাড়া দল গঠনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তাঁকেই। তিনি বলছেন, ‘দেশের সেরা ক্রিকেটারকে আমরা এক বছর পাব না। খুবই খারাপ অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য। সাকিবের না থাকা অনেক বড় শূন্যতা। সে বিশ্বসেরা অলরাউন্ডার। স্বাভাবিকভাবে অনেক বড় শূন্যতা পূরণ করা নিয়ে ভাবতে হবে আমাদের। এইচপিতে (হাইপারফরম্যান্স দল) আমরা অনেক ক্রিকেটারকে গড়ে তোলার চেষ্টা করছি। আশা করব ওরা আস্তে আস্তে নিজেদের জায়গা করে নেবে।’
আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও আছেন নির্বাচকের দায়িত্বে। সাকিবকে ঘিরে এই কঠিন পরিস্থিতিকে তিনি সবচেয়ে দুঃখের দিন বলছেন। হাবিবুল বাশার বলেন, ‘আমার জন্য সবচেয়ে দুঃখের দিন। বাংলাদেশ ক্রিকেটের জন্যও। তবে সাকিবকে আমি যতটুকু জানি, ও দারুণভাবে ফিরে আসবে।’
আরেক সাবেক অধিনায়ক আকরাম খানও আছেন ক্রিকেটের বড় দায়িত্বে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান তিনি। সাকিবের নিষেধাজ্ঞার ঘটনায় নিজের খারাপ লাগা লুকিয়ে রাখতে পারেননি তিনিও। বললেন, ‘খুবই খারাপ লাগছে। অনেক দিন পর আমরা ভারতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছি, সেখানে ওকে মিস করছি। বিশ্বকাপে এত ভালো পারফর্ম করেছে, দারুণ ফর্মে ছিল। ওর জন্য খারাপ লাগছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপ লাগছে। তবে আমি চাই, এ ধরনের ভুল যেন আর কেউ না করে।’
সাকিবের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের মধ্যে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব। কিন্তু একবারও তা বিসিবি বা আইসিসিকে জানাননি তিনি। এই না জানানোই কাল হয়ে দাঁড়িয়েছে। ফলাফল নিষেধাজ্ঞা। যে নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে আগামী বছরের ২৯ অক্টোবরের পর।