সহজ জয়ে ভালো অবস্থানে ব্রাজিল
সালভাদরের ফন্তে নোভা স্টেডিয়ামে একটি ম্যাচও না হারার রেকর্ড ধরে রেখেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে সেলেসাওরা পেয়েছে ৩-০ গোলের সহজ জয়। দখল করেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থান।
বার্সেলোনার জার্সি গায়ে দুর্দান্ত নৈপুণ্য দেখালেও জাতীয় দলের হয়ে কিছুটা নিষ্প্রভই ছিলেন ব্রাজিলের প্রধান তারকা নেইমার। তবে দারুণভাবে জ্বলে উঠেছিলেন মিডফিল্ডার ডগলাস কস্তা। ২১ মিনিটের মাথায় তিনিই করেছিলেন দলের পক্ষে প্রথম গোলটি। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে রেনাতো অগাস্তোর করা দ্বিতীয় গোলটিরও নেপথ্যের কারিগর ছিলেন কস্তা। ৭৭ মিনিটে ব্রাজিলের পক্ষে তৃতীয় গোলটি করেছেন ফেলিপে লুইস।
পেরুর ডিফেন্ডারদের কড়া মার্কিংয়ের মুখে ছিলেন নেইমার। নিয়মিতভাবেই ফাউলের শিকার হতে হয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে। তবে দ্বিতীয়ার্ধে একবার জালে বল জড়িয়েও স্কোরশিটে নাম লেখাতে পারেননি বার্সেলোনার এই তারকা। গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। তবে তাঁর উপস্থিতি নিশ্চিতভাবেই অনেক অনুপ্রাণিত করেছে ব্রাজিলকে।
পেরুর বিপক্ষে ৩-০ গোলে এই জয়ের পর ১০ দলের গ্রুপে ব্রাজিল আছে তৃতীয় স্থানে। চার ম্যাচ শেষে তাদের সংগ্রহ সাত পয়েন্ট। প্যারাগুয়ে ও চিলির ঘরেও জমা হয়েছে সাত পয়েন্ট। তবে শ্রেয়তর গোলগড়ের বিবেচনায় এগিয়ে আছে ব্রাজিল। নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। আর চার ম্যাচের চারটিতেই জয়ের পর শীর্ষস্থান পাকাপোক্ত করেছে ইকুয়েডর।