আগুনে লড়াইয়ের অপেক্ষায় চট্টগ্রাম

Looks like you've blocked notifications!

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসির মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। রক্ষণভাগ, মাঝমাঠ কিংবা আক্রমণ—তিন বিভাগেই শক্তিতে সমানে সমান দুদল। তাতে ম্যাচটি নিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এবারই প্রথম বিদেশের মাটিতে খেলছে তেরেঙ্গানু। নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে তাদের অপেক্ষা চট্টগ্রাম আবাহনীকে টপকানো। অন্যদিকে ছেড়ে কথা বলতে রাজি নয় চট্টগ্রাম আবাহনীও। ঘরের মাঠে আগুনে ম্যাচে অতিথিদের বধ করে শিরোপা জিততে চায় স্বাগতিকরাও।

শিরোপাযুদ্ধ সামনে রেখে চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক বলেছেন, ‘আমরা দ্রুত আক্রমণ পছন্দ করি। বল নিজেদের অর্ধে পেলে সেখান থেকে দ্রুত আক্রমণে যাই। বিল্ডআপ খেলাটা নিজেদের অর্ধ থেকে শুরু করি। মধ্যমাঠকে বেশি গুরুত্ব দিচ্ছি। লুকাকে ওরা মার্ক করবে। ফলে আমাদের অন্য ফরোয়ার্ডদের গোলের সুযোগ বেশি থাকবে।’

অন্যদিকে প্রতিপক্ষ দলের মিডফিল্ডার লি টাক বলেছেন, ‘চট্টগ্রাম আবাহনী খুবই শক্তিশালী ও আক্রমণাত্মক দল। তাদের দারুণ স্ট্রাইকার আছে। আরো অনেকে আছে, তাদের জানি। কিন্তু আমাদের সামনে সুযোগ আছে নিজেদের সামর্থ্য দেখানোর। ফাইনালে গ্যালারির দর্শকেরও ভূমিকা থাকবে।’

তিনি আরো বলেন, ‘আমি দলকে জেতাতে ভূমিকা রাখতে চাই। শেষ পর্যন্ত আমরা শিরোপা জিততে চাই। তারা (চট্টগ্রাম আবাহনী) খুব আক্রমণাত্মক ফুটবল খেলে। আমরাও আক্রমণাত্মক ফুটবল খেলি। আশা করি, ম্যাচটা খুব লড়াইপূর্ণ হবে। তবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী।’

দর্শকের উপস্থিতি নিয়ে সতীর্থদের সতর্ক করে চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমাদের খেলোয়াড়রা এত দর্শকের সামনে খেলতে অভ্যস্ত নয়। তবে সাম্প্রতিক সময়ে আমরা সেটা করতে পেরেছি। ফাইনালের একটা চাপ থাকবে। কিন্তু ছেলেদের বলেছি, এই চাপ, এত দর্শককে উপভোগ করে খেলতে। তাহলে আমাদের সাফল্য আসবে।’