প্রীতি ব্যাডমিন্টন ম্যাচে বিএসএফকে হারাল বিজিবি

Looks like you've blocked notifications!

পঞ্চগড়ের মীরগড় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিএসএফকে ২-১ সেটে হারিয়েছে বিজিবি। গতকাল সোমবার বিকেলে জেলার সদর উপজেলার মীরগড় সীমান্তের মেইন পিলার ৪২২-এর ১২ সাবপিলার এলাকায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এ খেলার আয়োজন করে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিজিবি জয় পায়। বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আকরামুল হক, কিষাণগঞ্জ বিএসএফের ডিআইজি এ এস পানওয়ার, কিষাণগঞ্জ সেক্টরের ১০৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট লালা কৃষ্ণ কুমার, স্টাফ অফিসার ভুপেন্দ্র সিং, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক খেলা উপভোগ করেন।

এর আগে বিকেলে কিষাণগঞ্জ বিএসএফের ডিআইজি এ এস পানওয়ারের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল আকরামুল হক তাদের স্বাগত জানান।