রিয়ালকে ছাড়িয়ে গেল আতলেতিকো
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলের লজ্জাজনক হারের হতাশায় টালমাটাল হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। একদিন যেতে না-যেতেই তাদের দুর্দশা আরো বাড়িয়ে দিল নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। রোববার রিয়াল বেটিসের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে রিয়ালকে পেছনে ফেলে দিয়েছে আতলেতিকো। দখল করেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান।
মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করে ফেলেছে বার্সেলোনা। ১২ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কাতালানরা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৪। ২৬ পয়েন্ট নিয়ে বার্সার পরেই আছে আতলেতিকো। ১২ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ দাঁড়িয়েছে ২৪ পয়েন্ট। ফলে বিগত কয়েক মৌসুমের মতো আবারো এই তিন দলের জমজমাট লড়াই আশা করছেন ফুটবলপ্রেমীরা।
রিয়াল বেটিসের বিপক্ষে রোববারের ম্যাচে শুরুতেই এগিয়ে গিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। সাত মিনিটের মাথায় গোল করেছিলেন আতলেতিকোর স্প্যানিশ মিডফিল্ডার কোকে। পরে আরো বেশ কয়েকবার গোল প্রচেষ্টা চালালেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি আতলেতিকোর ফুটবলাররা। শেষ পর্যন্ত এই ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে ২০১৩-১৪ মৌসুমের শিরোপাজয়ীরা।
লা লিগার অপর ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ভিলারিয়াল ও এইবার। ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছে ভিলারিয়াল ও সেল্তা ভিগো। ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে এইবার।