মাঠে ফিরেই দুর্দান্ত মেসি
প্রায় দুই মাস মাঠের বাইরে থাকায় লিওনেল মেসির গোলক্ষুধা যেন আরো বেড়ে গেছে। গত শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে শেষ ৩০ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন বার্সেলোনার এই তারকা। সেই ম্যাচে তিনি গোল না করতে পারলেও বার্সা পেয়েছিল ৪-০ গোলের জয়। আর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোমার বিপক্ষে শুরু থেকে খেলতে নেমে এ সময়ের অন্যতম সেরা ফুটবলার করেছেন জোড়া গোল। ৬-১ গোলের বিশাল ব্যবধানের জয় দিয়ে নক আউট পর্বও নিশ্চিত করে ফেলেছে গতবারের ট্রেবলজয়ী বার্সেলোনা।
গত দুই মাস দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মেসির অনুপস্থিতি টের পেতে দেননি লুইস সুয়ারেজ ও নেইমার। রোমার বিপক্ষেও তাঁরা দেখিয়েছেন দারুণ পারফরম্যান্স। সেই সঙ্গে মেসিও জ্বলে ওঠায় রোমাকে মাঠ ছাড়তে হয়েছে বিধ্বস্ত হয়ে। মেসির পাশাপাশি জোড়া গোল করেছেন সুয়ারেজ। বার্সার অপর দুটি গোল এসেছে জেরার্ড পিকে ও আদ্রিয়ানোর কল্যাণে। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে রোমার পক্ষে সান্ত্বনাসূচক গোল করেছেন এডিন জেকো।
দুই মাস মাঠের বাইরে থাকায় লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াই থেকে কিছুটা ছিটকেই পড়েছিলেন মেসি। কিন্তু জোড়া গোল করে আবার অন্যদের সতর্কবার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। পাঁচ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ। দুটি করে গোল করেছেন মেসি ও নেইমার। আগামী ৯ ডিসেম্বর বায়ার লেভারকুসেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে বার্সা। তাদের জন্য অবশ্য এটা শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ। কারণ এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে কাতালানরা।
পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট জমা হয়েছে বার্সার ঘরে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রোমা ও লেভারকুসেনের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা বেলারুসের ক্লাব বোরিসোভেরও সুযোগ আছে নকআউট পর্বে যাওয়ার।