আশা টিকে আছে চেলসি-আর্সেনালের
ইংলিশ প্রিমিয়ার লিগে ভয়াবহ দুরবস্থা যাচ্ছে চেলসির। ১৩ ম্যাচ শেষে ১৫তম অবস্থানে আছে গতবারের শিরোপাজয়ীরা। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে হারের মুখ দেখে হোঁচট খেয়েছিল আর্সেনালও। তবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ডের এই দুই দল। চেলসি ৪-০ গোলে হারিয়েছে ম্যাকাবি তেল-আবিবকে। আর্সেনাল ৩-০ গোলের জয় পেয়েছে ক্রোয়েশিয়ার দিনামো জাগরেবের বিপক্ষে। সহজ জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী পর্বে যাওয়ার আশাও টিকিয়ে রেখেছে চেলসি-আর্সেনাল।
‘এফ’ গ্রুপ থেকে এরই মধ্যে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। ৯ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও অলিম্পিয়াকোস। দুই দলের সামনেই আছে নকআউট পর্বে যাওয়ার হাতছানি। তবে আর্সেনালের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে অলিম্পিয়াকোস। পাঁচ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিয়াকোসের সংগ্রহ ৯ পয়েন্ট। ফলে নিজেদের মুখোমুখি লড়াইয়ে ড্র করলেও নকআউট পর্বে চলে যাবে অলিম্পিয়াকোস। অন্যদিকে জয় পেলেও শ্রেয়তর গোলগড়ের হিসাব নিয়ে বসতে হবে আর্সেনালকে।
চেলসি অবশ্য আছে আরো সুবিধাজনক অবস্থানে। পাঁচ ম্যাচ শেষে চেলসি ও পোর্তোর সংগ্রহ ১০ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দিনামো কিয়েভ। ৯ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে চেলসি ও পোর্তো। মঙ্গলবার পোর্তোকে ২-০ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপের লড়াইটা জমজমাট করে দিয়েছে কিয়েভ। পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে ম্যাকাবি তেল-আবিবের।