হাসপাতালে হ্যাভেলাঞ্জ
দুর্নীতির অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন ‘আইসিইউ’তে! ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ অবশ্য আক্ষরিকভাবেই হাসপাতালে। শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে রিও ডি জানেইরোর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
যদিও ৯৯ বছর বয়সী হ্যাভেলাঞ্জকে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। রিওর সামারিতানো হাসপাতালের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, রোগীর অবস্থা আপাতত ‘স্থিতিশীল’। গত দুই বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন হ্যাভেলাঞ্জ।
হ্যাভেলাঞ্জের একটা ‘কীর্তি’ সত্যি অবিশ্বাস্য। ১৯৭৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দীর্ঘ ২৪ বছর ফিফার সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। সাঁতারু হিসেবেও ছিলেন দক্ষ। অলিম্পিকে দুবার ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছিলেন।
তবে খেলোয়াড়ের চেয়ে সংগঠকের ভূমিকাতেই বেশি খ্যাতি হ্যাভেলাঞ্জের। ফিফা ছাড়াও ব্রাজিলের স্পোর্টস কনফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। ১৯৯৮ সালে সেপ ব্ল্যাটার ফিফা সভাপতি হওয়ার পর হ্যাভেলাঞ্জকে অবৈতনিক সভাপতির সম্মানে ভূষিত করেছিল সংগঠনটি। তবে দুই বছর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় ক্ষোভে-অভিমানে এই পদ থেকে সরে দাঁড়ান হ্যাভেলাঞ্জ।