মেসিকে পেয়ে আরো দুর্দান্ত বার্সা
ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠে ছিলেন না বার্সেলোনার প্রধান তারকা লিওনেল মেসি। দারুণ নৈপুণ্য দেখিয়ে তাঁর অভাবটা অবশ্য বুঝতেই দেননি নেইমার ও লুইস সুয়ারেজ। এখন মেসি আবার ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর বার্সা হয়ে উঠেছে আরো দুর্দান্ত। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোমাকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার পর লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও বার্সা পেয়েছে ৪-০ গোলের জয়। চারটি গোলের দুটিই করেছেন নেইমার। একটি করে গোল এসেছে মেসি ও সুয়ারেজের পা থেকে।
বার্সার প্রথম দুই গোলেরই কারিগর ছিলেন দানি আলভেজ। তাঁর ক্রস থেকে বল পেয়ে ২১ ও ৪১ মিনিটে বার্সার প্রথম দুটি গোল করেছিলেন নেইমার ও সুয়ারেজ। বার্সা প্রথমার্ধ শেষ করেছিল ২-০ গোলে এগিয়ে থেকে। ৫৩ মিনিটে জেরোম ম্যাথিউয়ের পাস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় ও বার্সার পক্ষে ম্যাচের তৃতীয় গোলটি করেছিলেন নেইমার। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে মেসি করেন আরেকটি গোল। এই গোলের নেপথ্য কারিগর হিসেবে ছিলেন নেইমার।
দারুণ এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে বার্সেলোনা; ১৩ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। লা লিগার অপর ম্যাচে এসপানিওলকে ১-০ গোলে হারিয়ে বার্সার কিছুটা কাছাকাছি এসেছে আতলেতিকো মাদ্রিদ। ১৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। বেশ খানিকটা পেছনে আছে শিরোপার অপর প্রধান দাবিদার রিয়াল মাদ্রিদ। ১২ ম্যাচ শেষে তাদের ঘরে জমা হয়েছে ২৪ পয়েন্ট। রোববার এইবারের বিপক্ষে জিতলে তাদের সংগ্রহ দাঁড়াবে ২৭ পয়েন্ট। তবুও ২ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর চেয়ে। আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান হবে ৬।