‘আরামবাগ সমর্থকদের’ বাফুফে কার্যালয় ভাঙচুর
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে একদল লোক। আজ মঙ্গলবার বাংলাদেশ পুলিশ ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যে অনুষ্ঠিত খেলার পর এ ঘটনা ঘটে। হেরে গিয়ে আরামবাগের সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগে পুলিশের কাছে ২-৩ গোলে পরাজয়ের পর সন্ধ্যায় আরামবাগের সমর্থকরা বাফুফে ভবনে হামলা চালায়। তারা নিচতলায় অভ্যর্থনা কেন্দ্র এবং ভবনের সামনে রাখা ছয়-সাতটি গাড়ি ভাঙচুর করে।
এ সময় হামলাকারীরা বাফুফের কয়েকজন কর্মকর্তাকেও লাঞ্ছিত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই খেলার পর রেফারির সঙ্গেও খারাপ আচরণ করা হয়। সমর্থকরা রেফারির দিকে ইটপাটকেল ও পানির বোতল ছোড়ে। এতে একজন সহকারী রেফারি আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ঘটনার ব্যাপারে বলেন, খেলায় হারার পর ক্ষুব্ধ সমর্থকরা এই হামলা চালিয়ে থাকতে পারে।