প্রিমিয়ার লিগে অঘটনের ঘনঘটা
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের সপ্তাহটা যেন ছিল অঘটনের সপ্তাহ। একই দিন হারের মুখ দেখেছে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও শীর্ষে থাকা লিস্টার সিটি। ড্র করেছে চেলসি। তবে এত অঘটনের মধ্যে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট ব্যবধান কমিয়ে এসেছে সামনে থাকা দলগুলোর সঙ্গে।
লিস্টার সিটি ১-০ গোলে হেরেছে লিভারপুলের বিপক্ষে। এবারের মৌসুমে এবারই প্রথমবারের মতো কোনো ম্যাচে গোলের দেখা পায়নি লিস্টার সিটি। তবে হারের মুখ দেখলেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাতে হয়নি তাদের। ১৮ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে লিস্টার সিটি।
শনিবার জয়ের দেখা পেলে তাদের ছাড়িয়ে যেতে পারত আর্সেনাল। কিন্তু শীর্ষে যাওয়ার মোক্ষম সুযোগটা হাতছাড়া করেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। অপ্রত্যাশিতভাবে নিচের সারির ক্লাব সাউদ্যাম্পটনের বিপক্ষে হেরে গেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। এই হারের ফলে ১৮ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল।
প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচের মতো হারের মুখ দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার স্টোক সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে আরো চাপের মুখে পড়েছেন ম্যানইউর কোচ লুইস ফন গাল। ১৮ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে যেতে হয়েছে ম্যানইউকে। ৩২ ও ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে টটেনহাম ও ক্রিস্টাল প্যালেস।
কোচ বদলানোর পর প্রথম ম্যাচে সাফল্য পেয়েছিল চেলসি। ৩-১ গোলে হারিয়েছিল সান্ডারল্যান্ডকে। কিন্তু অন্তর্বর্তীকালীন কোচ গুস হিডিঙ্কের তত্ত্বাবধানে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে গতবারের শিরোপাজয়ীরা। ২-২ গোলে ড্র করেছে ওয়াটফোর্ডের বিপক্ষে। ১৮ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫তম অবস্থানে আছে চেলসি।