গ্লোব সকারের বর্ষসেরা মেসি
২০১৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা যে লিওনেল মেসির হাতেই উঠতে যাচ্ছে, তা অনুমান করা যাচ্ছে বেশ ভালোমতোই। আর্জেন্টাইন এই তারকা পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিততে পারবেন কি না, তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এর আগে মেসি জিতে নিলেন গ্লোব সকারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। আর তাঁর দল বার্সেলোনা জিতেছে বছরের সেরা ক্লাবের পুরস্কার।
২০১৪-১৫ মৌসুমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন মেসি। তাঁর জাদুকরি পারফরম্যান্সে ভর করেই বার্সা জিতেছিল মৌসুমের প্রধান তিনটি শিরোপা। গ্লোব সকারের পুরস্কার হাতে নিয়ে মেসি বলেছেন, ‘এই পুরস্কারগুলো জিততে পেরে ভালো লাগে। কিন্তু আমি সব সময়ই বলেছি যে, এটা সম্ভব হয়েছে পুরো দলের কারণে। দারুণ একটা বছর কাটিয়েছি আমরা।’
সত্যিই, বার্সেলোনা কাটিয়েছে দারুণ একটা বছর। সব মিলিয়ে এ বছর বার্সেলোনা জিতেছে পাঁচটি শিরোপা। স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হারের মুখ দেখতে না হলে ২০০৯ সালের পর এক বছরে সর্বোচ্চ ছয়টি শিরোপা জয়ের অনন্য রেকর্ডের পুনরাবৃত্তি করতে পারত কাতালানরা। সেই আক্ষেপ থাকলেও গ্লোব সকারের বর্ষসেরা ক্লাবের পুরস্কারটা ঠিকই গেছে বার্সেলোনার ট্রফি কেসে।
বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। লম্বা ফুটবল ক্যারিয়ারের জন্য গ্লোব সকারের বিশেষ পুরস্কার জিতেছেন আন্দ্রেয়া পিরলো ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।