৫০০ ম্যাচের মেসি
২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সি গায়ে অভিষেক হয়েছিল এ সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির। তারপর বিগত ১১ বছরে অনেক কিছুই বদলেছে। সতীর্থ, চুলের ধরন, মুখাবয়ব; অনেক কিছুতেই এসেছে পরিবর্তন। বদলায়নি শুধু একটা জিনিস। মেসির জাদুকরী ফুটবল। বুধবার মেসি খেলে ফেলেছেন বার্সেলোনার জার্সি গায়ে ৫০০তম ম্যাচ। আর প্রায় প্রতি ম্যাচেই বার্সা সমর্থকরা দেখেছে মেসির দুর্দান্ত সব পারফরম্যান্স। রিয়াল বেটিসের বিপক্ষে একটি গোল করে ৫০০তম ম্যাচের মাইলফলকও স্মরণীয় করে রেখেছেন এই আর্জেন্টাইন তারকা।
বার্সেলোনার জার্সি গায়ে ৫০০ ম্যাচ খেলে মেসি করেছেন ৪২৫টি গোল। ভেঙেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন শীর্ষে আছে মেসির নাম। লা লিগার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ৫০০ ম্যাচের বর্ণাঢ়্য ক্যারিয়ার উপলক্ষে বার্সেলোনা প্রকাশ করেছে মেসির বিশেষ একটি ভিডিও। যেখানে দেখানো হয়েছে মেসির জাদুকরী কিছু মুহূর্ত।
বার্সেলোনার হয়ে নবম ম্যাচে রোনালদিনহোর পাস থেকে মেসি করেছিলেন নিজের প্রথম গোলটি। তারপর একের পর এক শুধু বিস্ময়েরই জন্ম দিয়ে গেছেন এই আর্জেন্টাইন তারকা। বার্সেলোনার জার্সি গায়ে নিজের ৬২তম ম্যাচে মেসি করেছিলেন এমন একটা গোল যা ফুটবল বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছিল আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার কথা। ১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার যে গোলটিকে শতাব্দীর সেরা গোল হিসেবে বিবেচনা করা হয়, ঠিক তেমনই এক গোল করে নিজেকে ম্যারাডোনার যোগ্য উত্তরসূরী হিসেবেই প্রমাণ করেছিলেন মেসি। আর এমন অনেক গোল তিনি প্রতিনিয়ত করে চলেছেন, যার বর্ণনা দিতে গিয়ে বিশেষণ হারিয়ে ফেলেন ধারাভাষ্যকাররা।
দেখুন মেসিকে নিয়ে বার্সেলোনার বিশেষ ভিডিওটি :
Leo Messi makes 500th appearance with FC Barcelona
#Messi500Leo Messi makes 500th appearance with FC BarcelonaLeo Messi, 500 partits amb el FC BarcelonaLeo Messi, 500 partidos con el FC Barcelona
Posted by FC Barcelona on Wednesday, December 30, 2015