সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত
২০১৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল আফগানিস্তান। এবারও তারা গিয়েছিল ফাইনাল পর্যন্ত। কিন্তু শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে আর শেষ হাসি হাসতে পারেননি আফগান ফুটবলাররা। ২০১১ সালের মতো আবারো ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ কেটেছিল গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে শুরুতে এগিয়ে গিয়েছিল আফগানিস্তান। ৬৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন জুবায়ের আমিরি। তবে ভারতও খুব বেশি সময় নেয়নি খেলায় সমতা ফেরাতে। ৭২ মিনিটের মাথায় গোল করেছেন ভারতের জেজে লালপেখলুয়া। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ ব্যবধানের সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০১ মিনিটের মাথায় ভারতের পক্ষে জয়সূচক গোলটি করেন অধিনায়ক সুনীল ছত্রি।
সাফ চ্যাম্পিয়নশিপে এ নিয়ে ভারত জিতল সপ্তম শিরোপা। এর আগে ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯ ও ২০১১ সালেও শিরোপা জিতেছিল ভারত। সাফ চ্যাম্পিয়নশিপে একটি করে শিরোপা জিতেছে বাংলাদেশ (২০০৩), মালদ্বীপ (২০০৮), শ্রীলঙ্কা (১৯৯৫) ও আফগানিস্তান (২০১৩)।