রিয়ালের নতুন কোচ জিদান
স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জিনেদিন জিদান। তিনি ক্লাবটির কোচ রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত হলেন।
সোমবার রিয়াল মাদ্রিদের এক বোর্ড সভায় ফরাসি ফুটবল তারকা জিদানকে দায়িত্ব দিয়ে বেনিতেজকে অব্যাহতি দেওয়া হয়। বেনিতেজ সাত মাস ধরে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার জিনেদিন জিদান আগে থেকেই রিয়াল মাদ্রিদের যুবদলের (‘বি’ টিম) কোচের দায়িত্বে ছিলেন। এখন তাঁকে মূল দলের দায়িত্ব দেওয়া হলো।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রিয়ালের সাবেক এই তারকা জানিয়েছেন, ‘এ দায়িত্ব পালনের সময় ভালো কিছু করার জন্য আমি আমার চেষ্টার সবটুকুই করব।’
জিদানকে আগামী শনিবারই রিয়াল কোচ হিসেবে প্রথম পরীক্ষার মুখোমুখি হতে হবে। সেদিন লা লিগায় রিয়াল মুখোমুখি হবে দেপোর্তিভো লা করুনার।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বেনিতেজের ভাগ্য অবশ্য গত রোববার ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচের পর পরই নির্ধারণ হয়ে গিয়েছিল। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ শেষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইউরোপের সফল ক্লাব রিয়ালকে।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করার পর ১৮ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থেকে যায় রিয়াল, যা শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট কম।
তারপরই নাকি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বেনিতেজকে সরিয়ে দেওয়ার পাকাপাকি সিদ্ধান্ত নেন।