টাইগারদের জয়ে কিংবদন্তি ক্রিকেটাররা কে কী বললেন

Looks like you've blocked notifications!

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের জয়লাভের পর বিশ্বের কিংবদন্তি ক্রিকেটাররা টাইগারদের খেলার প্রশংসার পাশাপাশি ইংল্যান্ড দলের সমালোচনা করেছেন। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে সোমবার ১৫ রানে জয়লাভ করার পর ক্রিকেটাররা টুইট করেন। টুইটে ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক ইয়ান বোথাম, ‘খুব ভালো করেছে বাংলাদেশ। দুঃখজনক ইংল্যান্ড! ওয়ানডে ভার্সনের দল গঠন করতে আমরা কি সঠিক নির্বাচক দল বেছে নিই? সময় এসেছে পরিবর্তনের।’

অস্ট্রেলিয়ার সাবেক স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন, ‘ইংল্যান্ডের দল নির্বাচন ছিল ভুল, তাদের খেলার ধরন ছিল ভুল এবং সবাই দেখেছে আজ রাতের ফল কোনো আপসেট নয়, মরগানের জন্য আমার দুঃখ হয়, সমস্যায় আছেন কোচ।’

বের করে দেওয়া ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন লিখেছেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছি না- এমনটা বলবেন না! আমরা ব্যাক টু ব্যাক অ্যাশেজ খেলেছি, এই বিশ্বকাপের আগে ইংল্যান্ড ছয় মাস ওয়ানডে খেলেছে।’

পিটারসেন আবার বলেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না! তবে ভালো খেলেছো বাংলাদেশ! এটা তোমাদের প্রাপ্য!# ইং বনাম বাং।’

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার টম মুডি বলেছেন, ‘অভিনন্দন @ বিসিবিটাইগার্স দুর্দান্ত লড়াই দেখিয়েছে এবং অনেক চাপের মধ্যেও ভালো খেলেছে#ক্রিকেট বিশ্বকাপ১৫।’

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ, ‘ওয়েল ডান বাংলাদেশ। বেশ পরিপক্ব ক্রিকেট দেখা গেছে। ডেথ ওভারে কীভাবে বোলিং করতে হয় রুবেল তা দেখিয়েছে; ফুল অ্যান্ড স্ট্রেইট অ্যান্ড ১৯ বছর বয়সী তাসকিন অভিনন্দন।’

জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন মন্তব্য করেছে, ‘প্রিয় @ ইসিবি ক্রিকেট এটা হয়তো বা ভালো সময় নয়, তবে তোমাদের সূচিতে জাপান অথবা নিজ মাঠে খেলা সম্ভব?# চ্যালেঞ্জ।’