অস্বস্তি নিয়ে শালকের সামনে রিয়াল মাদ্রিদ

Looks like you've blocked notifications!
রিয়াল মাদ্রিদের অনুশীলনে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কথা বলছেন কোচ কার্লো আনচেলত্তি (ডানে)।

সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ লিগে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাব শালকের মুখোমুখি হওয়ার আগে তাই তেমন স্বস্তিতে নেই বর্তমান চ্যাম্পিয়নরা।

শেষ ষোল দলের লড়াইয়ের প্রথম লেগ শালকের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরে রিয়াল অবশ্য কোয়ার্টার ফাইনালে পথ অনেকখানি প্রশস্ত করে রেখেছে। মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এক গোলের ব্যবধানে হেরে গেলেও

শেষ আটের টিকিট পেয়ে যাবে স্পেনের সফলতম দলটি।

রিয়াল অবশ্য জয়ের জন্যই মাঠে নামতে চাইবে। শালকের মাঠে পাওয়া জয়ের সুবাদে চ্যাম্পিয়নস লিগে টানা ১০ জয়ের রেকর্ড স্পর্শ করেছে তারা। আগে যা এককভাবে ছিল বায়ার্ন মিউনিখের দখলে। মঙ্গলবার জিততে পারলে রেকর্ডটা এককভাবে কার্লো আনচেলত্তির দলের হয়ে যাবে। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা ১২ জয়ের রেকর্ডও স্পর্শ করবে রিয়াল।

নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এই ম্যাচে সাম্প্রতিক সময়ের হতাশাজনক পারফরম্যান্স কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করছেন রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তি। দলের রণকৌশল অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, ‘আমরা খেলার কৌশলে পরিবর্তন আনতে পারব না। এভাবে খেলেই আমরা অনেক গোল করেছি।’

‘বিবিসি’ নামে পরিচিতি পেয়ে যাওয়া গ্যারেথ বেল, করিম বেনজেমা আর ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে গড়া আক্রমণভাগের ওপরও আস্থা হারাননি আনচেলত্তি, ‘তারা আমাদের অনেক কিছু দিয়েছে। তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। ইদানীং তারা হয়তো কিছুটা ছন্দহীনতায় ভুগছে। তবে এটা শুধু এই তিনজন নয়, সবার জীবনেই ঘটে।’