কর ফাঁকির মামলায় ফেঁসেছেন নেইমার
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় আর্থিক জালিয়াতির অভিযোগে আগে থেকেই জর্জরিত ছিলেন নেইমার। এ নিয়ে মামলাও চলছে স্পেনের আদালতে। এবার নিজ দেশে কর ফাঁকি দেওয়ার মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। ২০০৭ ও ২০০৮ সালে কর ফাঁকি দেওয়ার অভিযোগে এক লাখ ১২ হাজার ডলার জরিমানা করা হয়েছে নেইমারকে।
কর ফাঁকি দেওয়ার এ মামলার রায়ের বিরুদ্ধে আদালতে আপিলও করেছিলেন নেইমার। কিন্তু গত বৃহস্পতিবার তাঁর আবেদন নাকচ করে দিয়েছেন ব্রাজিলের আদালত। কর ফাঁকির এ মামলায় জড়িত আছেন নেইমারের বাবাও।
এদিকে, স্পেনের আদালতেও মামলা চলছে নেইমারের বিরুদ্ধে। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় আর্থিক কারচুপির অভিযোগ আনা হয়েছে বার্সেলোনার সাবেক ও বর্তমান সভাপতি, নেইমারের বাবা ও সান্তোসের দুই পরিচালকের বিরুদ্ধে। ব্রাজিলের একটি প্রতিষ্ঠান ডিআইএস-এর দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়েছে, কারচুপির মাধ্যমে তাদের আর্থিকভাবে বঞ্চিত করা হয়েছে।
সান্তোস ও বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছিল, নেইমারকে দলে ভেড়ানোর জন্য খরচ হয়েছে ৫৭ দশমিক ১ মিলিয়ন ইউরো। এর মধ্যে ৪০ মিলিয়নই গেছে নেইমারের বাবার মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে। সান্তোস পেয়েছে ১৭ দশমিক ১ মিলিয়ন ইউরো। নেইমারের ওপর বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএস এর মধ্যে পেয়েছে মাত্র ৬ দশমিক ৮ মিলিয়ন ইউরো। তবে সব মিলিয়ে নেইমারকে দলে ভেড়াতে বার্সেলোনাকে আরো বেশি অর্থ খরচ করতে হয়েছে বলে মনে করছেন স্পেনের আদালত। অঙ্কের পরিমাণটা চলে যেতে পারে ৮৩ দশমিক ৩ মিলিয়ন ইউরো পর্যন্ত।