রোনালদোর হ্যাটট্রিক, রিয়ালের হাফ ডজন
লা লিগার গত সপ্তাহে নিচের সারির ক্লাব রিয়াল বেতিসের বিপক্ষে ড্র করে হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই আক্ষেপ থেকেই বোধ হয় দ্বিগুণ শক্তিতে জ্বলে উঠেছিলেন রিয়ালের তারকা ফুটবলাররা, যার নির্মম শিকার হয়েছে এসপানিওল। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে এসপানিওলের জালে ছয়বার বল জড়িয়েছে রিয়াল। পেয়েছে ৬-০ গোলের বিশাল জয়।
তবে বড় ব্যবধানের এ জয়ের পরও পয়েন্ট তালিকার তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে স্পেনের অন্যতম সেরা এই ক্লাবকে। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়ালের আগে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ ৪৭ পয়েন্ট। আর ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে আছে গতবারের শিরোপাজয়ী বার্সেলোনা।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। ৭ মিনিটের মাথায় রিয়ালের গোল উৎসবের সূচনা হয়েছিল করিম বেনজেমাকে দিয়ে। ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। চার মিনিট পরেই এসপানিওলের জালে তৃতীয়বারের মতো বল জড়িয়ে দেন হামেস রদ্রিগেজ। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে ৮২ মিনিটের মাথায় আরেকটি গোল করে রিয়ালের জার্সি গায়ে ৩৫তম হ্যাটট্রিক পূর্ণ করেন এ সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়। ৮৬ মিনিটে রিয়ালের ষষ্ঠ গোলটি এসেছে প্রতিপক্ষের ডিফেন্ডার অস্কার দুয়ার্তের আত্মঘাতী গোলের সুবাদে।
দারুণ এই জয়ের পর কোচ জিনেদিন জিদানের ভূয়সী প্রশংসা করেছেন রোনালদোর। বলেছেন, ‘রোনালদো খুবই ভালো করছেন আর তার ফলটা আপনারা মাঠেই দেখতে পাচ্ছেন। তিনি কিছু ভিন্ন ধরনের ভাবনা নিয়ে এসেছেন আর এখনকার পরিবেশটাও খুব ভালো। আমরা বড় বড় ব্যবধানের জয় পাচ্ছি।’ ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিদান রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের শেষ তিনটি ম্যাচে রিয়াল করেছে ১৬টি গোল।