মেসিকে ছাড়াই সেমিফাইনাল খেলবে বার্সেলোনা?
গতবারের মতো এবারের মৌসুমেও বড় তিনটি শিরোপা বা ট্রেবল জয়ের পথে হাঁটছে বার্সেলোনা। লা লিগার শীর্ষস্থান আছে কাতালানদের দখলে। কোপা দেল রে শিরোপা জয়ের পথেও অনেকখানি এগিয়ে গেছে স্পেনের অন্যতম সেরা এই ক্লাব। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে কি না, এমন আশঙ্কা ভর করেছে বার্সেলোনা শিবিরে।
গত সপ্তাহে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের ঘামঝরানো জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেও ইনজুরির কবলে পড়েছেন মেসি। হাঁটুর এই আঘাত খুব বেশি গুরুতর না হলেও মেসিকে বিশ্রাম দেওয়ার জন্য তাঁকে বাদ দিয়েই কোপা দেল রের সেমিফাইনালের দল সাজাতে পারেন কোচ লুইস এনরিকে।
বার্সেলোনার আরেক তারকা নেইমারও সম্প্রতি জর্জরিত হয়েছেন মাঠের বাইরের নানা সমস্যায় জড়িয়ে। ব্রাজিলে কর ফাঁকির অভিযোগ ও বার্সেলোনায় যোগদানের সময় আর্থিক কারচুপির অভিযোগ যে তাঁর খেলায় প্রভাব ফেলছে সেটা স্বীকারই করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। বার্সা আক্রমণভাগের আরেক সেনানী লুইস সুয়ারেজ অবশ্য আছেন দারুণ ফর্মে। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয়সূচক গোলটিও এসেছে উরুগুয়ের এই স্ট্রাইকারের পা থেকে।
তবে বার্সা কোচ লুইস এনরিকে কোপা দেল রের সেমিফাইনালে নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে প্রথম একাদশে দেখা যেতে পারে অ্যালেক্স ভিদাল, সার্জি রবার্তো ও মুনির আল হাদ্দাদিকে।
বুধবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগ খেলবে বার্সেলোনা।