ঢাবি অ্যাথলেটিকস প্রতিযোগিতায় রোকেয়া হল চ্যাম্পিয়ন

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৪৭তম আন্তহল অ্যাথলেটিকস প্রতিযোগিতার ছাত্রী বিভাগে রোকেয়া হল চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হয়েছে। দলগত রানার্সআপ হয়েছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল।

এদিকে, ছাত্র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। এই বিভাগে দলগত রানার্সআপ হয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ।

বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কর্মকর্তা ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯টি হল এই প্রতিযোগিতায় অংশ নেয়। গতকাল মঙ্গলবার সকালে দুই দিনব্যাপী এই অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।