রবীন্দ্র জাদেজাও বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে
ভারতের ক্রিকেট অঙ্গনে যেন শুরু হয়েছে বিবাহের মৌসুম। হরভজন সিং, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজাও। শুক্রবার এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেলার কথা ভারতের এই অলরাউন্ডারের।
গুজরাটের অন্যতম বড় শহর রাজকোটের এক ব্যবসায়ীর মেয়ে রিভাবা সোলাঙ্কির সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন জাদেজা। খবরটি চাউর হওয়ার পর থেকেই কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করেন রিভাবার বাড়িতে। গণমাধ্যমের মুখোমুখি হতে না চাওয়ায় নিজ বাড়ি ছেড়ে অন্য এক জায়গায় পাড়ি জমিয়েছেন জাদেজার হবু শ্বশুরবাড়ির লোকজন।
জাদেজার বাবা অনিরুদ্ধ সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘খুবই অল্প সময়ের মধ্যে এই বাগদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু নিকটাত্মীয়দের নিয়ে একটা অনুষ্ঠান করা হবে।’
ভারতের তারকা ক্রিকেটার জাদেজার হবু স্ত্রী রিভাবা যন্ত্র প্রকৌশলী। প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মকমিশনের পরীক্ষার জন্য। রিভাবার বাবা রাজকোট শহরের খ্যাতিমান ব্যবসায়ী। হোটেল ব্যবসার পাশাপাশি রাজকোট জেলায় দুটি বেসরকারি স্কুলও পরিচালনা করেন তিনি। রিভাবার মা চাকরি করেন রেল বিভাগে।