ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকার

টেস্ট সিরিজে হার মেনেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রোটিয়ারাই বিজয়ী। রোববার সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ম্যাচে স্বাগতিক দল জিতেছে পাঁচ উইকেটে। ০-২-এ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে সিরিজ জয় করা প্রোটিয়াদের বাহবা না দিয়ে উপায় নেই!
কেপটাউনের নিউল্যান্ডসে ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তাঁর ৯৭ বলে অপরাজিত ১০১ রানের অধিনায়কোচিত ইনিংস ছয় ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দিয়েছে স্বাগতিকদের। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান ওপেনার হাশিম আমলার। ডেভিড উইজের কৃতিত্বও কম নয়। ৩২ বলে ৪১ রানে অপরাজিত থেকে ডি ভিলিয়ার্সকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন তিনি। ষষ্ঠ উইকেটে ডি ভিলিয়ার্স-উইজার অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিই সহজ জয় এনে দিয়েছে প্রোটিয়াদের।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার অ্যালেক্স হেলসের ১১২ রানের পরও ৪৫ ওভারে ২৩৬ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। অতিথিদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন বেন স্টোকস। তিনটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা, ইমরান তাহির ও উইজ।