আয়োজক বাংলাদেশের প্রশংসায় আইসিসি প্রেসিডেন্ট

টেস্ট খেলুড়ে দেশ না হয়েও ১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপ আয়োজন করে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছিল বাংলাদেশ। তারাই ধারাবাহিকতায় টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং মূল বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা। এবার যুব বিশ্বকাপ আয়োজন করে খোদ আইসিসি প্রেসিডেন্ট জহির আব্বাসের প্রশংসা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অথচ তরুণদের এই বিশ্বকাপ শুরুর আগেই বড় রকমের ধাক্কা খেয়েছিল বাংলাদেশ, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহার করে নেওয়ায়। শেষ পর্যন্ত নির্বিঘ্নে দ্বিতীয়বারের মতো এই আসরের সফল আয়োজন করতে পেরেছে তারা। এর আগে ২০০৪ সালে প্রথমবার যুব বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ।
আয়োজক বাংলাদেশের প্রশংসা করে জহির আব্বাস বলেন, ‘এর আগেও আইসিসির অনেক টুর্নামেন্ট আয়োজন করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল বাংলাদেশ। এবারের যুব বিশ্বকাপ তারা যেভাবে দক্ষতার সঙ্গে আয়োজন করেছে, তার জন্য প্রশংসা পেতেই পারে।’
বাংলাদেশ যুব দলেরও প্রশংসা ঝরেছে আইসিসি প্রেসিডেন্টের মুখ থেকে, ‘শেষ পর্যন্ত ফাইনালে উঠতে না পারলেও এবারের যুব বিশ্বকাপে বাংলাদেশ দারুণ খেলেছে। এই দলে বেশ কিছু মেধাবী ক্রিকেটার রয়েছে, যারা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বলতা ছড়াবে বলে আমার বিশ্বাস।’
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া মেহেদি হাসান মিরাজ সম্পর্কে জহির আব্বাস বলেন, ‘একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি বলব, মিরাজ খুবই প্রতিভাবান ক্রিকেটার। তাকে সঠিকভাবে পরিচর্যা করে জাতীয় দলের জন্য গড়ে তুলতে হবে। তাহলে সে একদিন ভালো কিছু করতে পারবে।’