অল্পের জন্য মিসবাহর ‘রক্ষা’

Looks like you've blocked notifications!
জশ হেজেলউডের বল লেগ স্টাম্প স্পর্শ করায় আলো জ্বলে উঠেছে। কিন্তু বেল না পড়ায় বেঁচে গেছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। ছবি : টুইটার থেকে

আয়ারল্যান্ডের এড জয়েসের পর এবার স্টাম্পের বেল না পড়ায় ‘জীবন’ পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। শুক্রবার অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় কোয়ার্টার ফাইনালে এ ঘটনার জন্ম।

অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানে দুই উইকেট হারিয়ে পাকিস্তান চাপে পড়ে যায়। ষষ্ঠ ওভারে ব্যাট করতে নেমে মিসবাহ বেঁচে যান একটুর জন্য। জশ হেজেলউডের বল স্পর্শ করেছিল লেগ স্টাম্প। জ্বলে উঠেছিল স্টাম্পের আলো। বেল একটু কেঁপে উঠলেও আবার বসে যায় স্টাম্পের ওপর। অভাবনীয়ভাবে ‘জীবন’ পেয়ে যান মিসবাহ। 

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর দাবি, আগে যেসব বেল ব্যবহার করা হতো, তার তুলনায় এখনকার এই আলো-জ্বলা বেলগুলো বেশি ভারী হওয়ায় এমন ঘটনা ঘটছে। 

বিশ্বকাপের গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একইভাবে বেঁচে গিয়েছিলেন আইরিশ ব্যাটসম্যান জয়েস।