বাংলাদেশের প্রশংসায় কপিল দেব
ভারতের সর্বকালের সেরা বোলার কপিল দেব বলেছেন, ‘এবারের টি২০ বিশ্বকাপে নামিদামি টেস্ট খেলুড়ে দেশগুলোর কাউকে বাংলাদেশ উড়িয়ে দিলে আমি অবাক হব না।’ গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যমের কাছে এবারের টি২০ বিশ্বকাপ সম্পর্কে নিজের ভাবনার কথা জানান কপিল দেব।
কপিল দেব বলেন, বাংলাদেশ ক্রিকেটে দুর্দান্ত উন্নতি করেছে। যে কোনো সময় মাঠে ভয়ংকর হয়ে উঠতে পারে তারা। ফলে বাংলাদেশের কাছে বিশ্বের নামিদামি টেস্ট খেলিয়ে দেশগুলোর কেউ হেরে গেলে অবাক হওয়ার কিছু নেই।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের মুকুট নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনাকে উড়িয়ে দিতে রাজি নন কপিল দেব। তিনি বলেন, টি২০-এর মতো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিটি দলেরই এগিয়ে যাওয়ার সুযোগ আছে। ১৯৮৩ সালে ভারত কার্যত শূন্য থেকে উঠে এসে বিশ্বকাপ জিতে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। তাই কপিল মনে করেন, প্রত্যেক দলেরই ক্ষমতা আছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার। তাঁর মতে, টি-২০ ফরম্যাটেই ক্রিকেটের ভবিষ্যৎ। কারণ, সংক্ষিপ্ত এই ক্রিকেট ফরম্যাটে টানটান উত্তেজনা থাকে শুরু থেকে শেষ পর্যন্ত।
এবারের টি-২০ বিশ্বকাপ প্রসঙ্গে কপিল বলেন, পাকিস্তানকে খেলার আগে একটু ভেবে খেলা উচিত। দেশটির বোলিং লাইন আপ যথেষ্ট ভালো। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপও ভালো। আর ম্যাককুলামের উপস্থিতি নিউজিল্যান্ড দলকে ভালো খেলতে উদ্বুদ্ধ করবে বলে তিনি মনে করেন। কপিলের মতে, ইংল্যান্ড, দক্ষিণ-আফ্রিকা সব সময়ই ভালো খেলে এবং ওয়েস্ট ইন্ডিজ টিমও ভালো। তবে শ্রীলঙ্কার বর্তমান হাল দেখে তিনি হতাশ।
কপিল দেব বলেন, ভারত বরাবরই ভালো খেলে। তবে টি-২০ বিশ্বকাপে ভারত এর আগে কখনোই নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। সেই অতীত রেকর্ড মুছে দিয়ে ভারতকে নতুন করে বিশ্বযাত্রা শুরু করা উচিত বলেও মনে করেন তিনি।