বার্সার সামনে এবার আতলেতিকোর চ্যালেঞ্জ
এমনিতে এই ম্যাচটা নিয়ে তেমন দুশ্চিন্তায় থাকার কথা ছিল না বার্সেলোনার। প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ শক্তিশালী দল হলেও খেলা তো বার্সার নিজের মাঠ ন্যু ক্যাম্পে। কিন্তু তিনদিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হার অস্বস্তিতে ফেলে দিয়েছে কাতালান পরাশক্তিদের। আজ রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ তাই লুইস এনরিকের শিষ্যদের জন্য কঠিন পরীক্ষা।
গত শনিবার লা লিগায় রিয়ালের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার অহংকার চূর্ণ হয়ে গেছে বার্সেলোনার। কোচ এনরিকে অবশ্য সেই হার নিয়ে তেমন মাথা ঘামাতে রাজি নন, ‘আমার কাছে ওই ম্যাচ এখন ইতিহাস। আমাদের কোনো যন্ত্রণা নেই। আমরা অনেক ম্যাচ অপরাজিত থেকে সেদিন খেলতে নেমেছিলাম। অবশ্য পরাজয় আপনাকে অনেক কিছু শেখাবে। খেলোয়াড়রাও তা ভালোমতোই জানে।’
জেরার্ড পিকেও এল ক্লাসিকোর ব্যর্থতা ভুলে সামনে তাকিয়ে। উয়েফা ডটকমের সঙ্গে কথোপকথনে বার্সার এই অভিজ্ঞ ডিফেন্ডারের কণ্ঠে ধ্বনিত হয়েছে প্রত্যয়, ‘আমরা প্রথম লেগেই সবকিছু শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমরা যথাসম্ভব ভালো খেলে যত বেশি সম্ভব গোল করতে চাই।’
ইদানীং আতলেতিকোর বিপক্ষে বার্সেলোনার দারুণ সাফল্য। সবশেষে ছয়টি মুখোমুখি লড়াইয়েই জয় পেয়েছে তারা। অবশ্য ২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সাকে হারিয়ে দিয়েছিল আতলেতিকো। গত আট মৌসুমে শুধু সেবারই সেমিফাইনালে উঠতে পারেনি কাতালানরা।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে পর্তুগালের বেনফিকাকে স্বাগত জানাবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।