বার্সেলোনার দুর্বোধ্য ধাঁধা সোসিয়েদাদের মাঠ
রিয়াল সোসিয়েদাদের মাঠ যেন একটা দুর্বোধ্য ধাঁধায় পরিণত হয়েছে বার্সেলোনার জন্য। এই গেরো কিছুতেই খুলতে পারছে না কাতালানরা। সোসিয়েদাদের মাঠে সর্বশেষ সাতবারের মুখোমুখি লড়াইয়ে একবারও জিততে পারেনি বার্সা। লা লিগার টানা চারটি মৌসুমে দেখেছে হারের মুখ। শনিবার অ্যানোতা স্টেডিয়ামে গিয়ে বার্সা হেরেছে ১-০ গোলে। অথচ গত নভেম্বরে ন্যু ক্যাম্পে এই সোসিয়েদাদকেই ৪-০ গোলে হারিয়েছিল লুইস এনরিকের শিষ্যরা।
ম্যাচের শুরুতে ৫ মিনিটের মাথায় বার্সেলোনার জালে বল জড়িয়ে দিয়েছিলেন মিকেল ওয়ারজাবাল। এই গোলটিই আর শোধ করতে পারেননি মেসি-নেইমাররা। লা লিগায় এ নিয়ে বার্সেলোনা হারল টানা দুটি ম্যাচ। গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষেও তারা হেরেছিল ২-১ গোলে।
টানা দুটি ম্যাচ হারলেও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা অবশ্য এখনো ধরে রেখেছে বার্সেলোনা। তবে পয়েন্ট ব্যবধান কমে যাওয়ায় রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ শিবিরেও নতুন করে জেগেছে শিরোপা জয়ের আশা। ৩২ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। ৭৩ ও ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে আতলেতিকো ও রিয়াল মাদ্রিদ। লিগের শেষ ছয়টি ম্যাচে বার্সেলোনা যদি আবারও পয়েন্ট হারায়, তাহলে সেই মোক্ষম সুযোগ কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টাই করবে শিরোপার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী।
শনিবার লা লিগার অপর দুই ম্যাচে জয় পেয়েছে রিয়াল ও আতলেতিকো। নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ এইবারকে হারিয়েছে ৪-০ গোলে। আতলেতিকো মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে এসপানিওলকে।